রোহিঙ্গাদের ডাটাবেজ নির্বাচন কমিশন কে দিতে সম্মত হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর। এ বিষয়ে সংস্থাটির সাথে সরকারের চুক্তি হয়েছে। বুধবার বিকেলে সংস্থাটির সাথে আলোচনা শেষে এ কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির।
তিনি বলেন, ইউএনএইচসিআরের হিসেবে দেশে তালিকাভুক্ত রোহিঙ্গা ১০ লাখের বেশি। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ডেটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে সুবিধা হবে।
তিনি আরও বলেন, সংস্থাটির কাছে থাকা রোহিঙ্গাদের ডাটা অনুযায়ী ভোটার তালিকায় কেউ যুক্ত হয়ে থাকলে তাদের বাদ দেয়া হবে। তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডেটার ব্যাবহার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআরের সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে।