খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের এক সদস্য নিহত হয়েছে। ওই সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো এক নারী। বুধবার সকালে ওই উপজেলার তাইনদং ইউনিয়নের হেডম্যান পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম সুবি ত্রিপুরা।
ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার জন্য জনসংহতি সমিতির সন্তু গ্রুপকে দায়ী করা হয়। সাংগঠনিক কাজে তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় অবস্থানরত সদস্যের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে সন্তু গ্রুপের চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।