মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:০১ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতি লংঘন করে ইসরাইলের সিরিজ বোমা হামলা

প্রতিনিধির / ৭ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নারী ও শিশুসহ ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার ভোর থেকে গাঁজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইজরাইল বাহিনী। বিশেষ করে গাজার উত্তর অঞ্চল শহর, আলবালা, খান ইউনিস এবং রাফা সেন্টার দক্ষিণ গাঁজা উপত্যকায় হামলা চালানো হয়।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) জানিয়েছে, ইসরায়েল গাজায় চরমভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর সমস্ত চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের শেয়ার করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পিআইজে আরও জানায়, রক্তপিপাসু নাজি সরকার নেতানিয়াহু নতুন করে হামলার মাধ্যমে সুবিধা আদায় করতে চাইছে। কিন্তু প্রকৃত অর্থে এর মাধ্যমে তিনি কিছুই আদায় করতে পারবেন না। না আলোচনার টেবিলে না মাটিতে।

সংগঠনটি আরও জানায়, ১৫ মাস লড়াইয়ে নেতানিয়াহু চরমভাবে ব্যর্থ হয়েছে। নতুন করে হামলার মাধ্যমে তিনি সফল হবেন না। কারণ আমাদের জনগণ মুজাহিদের পাশে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ