জয়পুরহাট এর পাঁচবিবি উপজেলায় সেহরির জন্য রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার হরেন্দ্র গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে সাহরির জন্য রান্না করার সময় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় মা জরিনা ও ছেলে মোজামের শরীর ঝলসে যায়। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।