দোয়া চেয়ে ফারিয়া জানান, এটি একবার সম্পন্ন হলে আমি বাড়ি ফিরে যেতে পারবো। দয়া করে আমার জন্য প্রার্থনা করুন।
নাকের সমস্যায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে ভারতের হরিয়ানার গুরুগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইতোমধ্যে তার অপারেশন সম্পন্ন হয়েছে। হাসপাতাল থেকেই শারীরিক অবস্থার কথা জানিয়ে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।
সোমবার (২৮ নভেম্বর) রাতে ক্যানোলা লাগানো হাতের একটি ছবি পোস্ট করে ফারিয়া লিখেছেন, সার্জারি হয়ে গেল কিন্তু অ্যানেস্থেশিয়া ও ব্যথানাশক ওষুধ খেয়ে মাথা ঘোরা গেল না। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। বরাবরের মতো আমি কৃতজ্ঞ।
অভিনেত্রীর ভাষ্য, ডা: কেকে হান্ডা বলেছেন, পরশু তারা আমার ব্যান্ডেজ খুলে ফেলবে। কিন্তু আগামী ৭-১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে।