মাদারীপুরে টিসিবি পণ্য বিক্রির তদারকিতে থাকা ট্যাগ কর্মকর্তা দেরিতে স্পটে আসায় জনতার তোপের মুখে পড়েছেন। ডিলার তার পণ্যবাহী ট্রাক নিয়ে যথাসময় স্পটে আসলেও ট্যাগ অফিসার না আসায় পণ্য বিক্রি শুরু করতে অস্বীকৃতি জানায়। শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শতশত বৃদ্ধ নারী-পুরুষ প্রচণ্ড গরম ও রোজায় ক্লান্ত হয়ে স্পটেই বসে পড়েন। এক পর্যায়ে তারা চেঁচামেচি শুরু করেন।
বিষয়টি ডিলার বারেক চৌকিদার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি বিষয়টা দেখছেন বলে জানান। ডিলার একাধিকবার মোবাইল করার পরে ট্যাগ অফিসার মো. সাজ্জাদ হোসেন বেলা সাড়ে ১২টার দিকে ইটেরপুল এলাকায় এআর হাওলাদার জুট মিল গেটের বিক্রয় স্পটে আসেন। এ সময় তিনি অপেক্ষমান জনতার তোপের মুখে পড়েন। পণ্য ক্রয় করতে আসা লোকজন তাকে গালিগালাজ করে। পরে বেলা ১টার দিকে স্থানীয় জনগণ, ডিলার ও ট্যাগ অফিসার তাদের শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় ট্যাগ অফিসারের নির্দেশে ডিলার মাল বিক্রি শুরু করেন।