নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশাচালক মারা গেছেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় এই সংঘর্ষ হয়। নিহত হাসিব (৩৮) চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার সাথে বিরোধ চলছে চনপাড়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও সহ-সভাপতি গোলাম রাব্বানীর। গতরাতে দুই পক্ষের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বৈঠকে বিষয়টি মীমাংসা না হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০ জন। সংঘর্ষের পর থেকে এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জড়িতদের ধরতে চনপাড়া এলাকায় অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।