সুনামগঞ্জের মধ্যানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে আব্দুল গনি নামে একজন খুন হয়েছে। সম্পর্কে তারা চাচা ভাতিজা। আব্দুল গনির বয়স ৫০ বছর। বুধবার রাতে উপজেলার ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় ঘাতক ভাতিজা সোহেল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয়দের তথ্য মতে, বুধবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তাটি গর্ত হয়ে যাওয়ায় মাটি দিয়ে ভরাট করছিলেন নিহত আব্দুল গণি ও তার ছেলে কাইয়ূম মিয়া। পরে সেখানে গর্তটি ভরাট করতে বাঁধা প্রয়োগ করে নিহতের ভাতিজা সোহেল মিয়া। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটলে পাশে থাকা দাঁড়ালো দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল গণিকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।