বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ বিএনপি।মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মিশনপাড়া এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি নগরীর চাষাঢ়া, প্রেসক্লাবসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, এসব মিথ্যা মামলা পরোয়ানা জারি করে বিএনপির পতন ঠেকাতে পারবেনা এ সরকার। অচিরেই এ সরকারের পতন ঘটিয়ে আমাদের নেতা তারেক রহমানকে এ দেশের জনগণ দেশে ফিরিয়ে আনবে।