বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

আফগান‌দের বিপ‌ক্ষে প্রথমবার সি‌রিজ জয় ও হোয়াইটওয়াশের হাতছা‌নি টাইগারদের

প্রতিনিধির / ২৪৭ বার
আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
আফগান‌দের বিপ‌ক্ষে প্রথমবার সি‌রিজ জয় ও হোয়াইটওয়াশের হাতছা‌নি টাইগারদের
আফগান‌দের বিপ‌ক্ষে প্রথমবার সি‌রিজ জয় ও হোয়াইটওয়াশের হাতছা‌নি টাইগারদের

টি-২০ ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ২০১৪ সালে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে আফগানদের পাত্তা দেয়নি স্বাগতিকরা।

মোহাম্মদ নবী-মোহাম্মদ শাহজাদদের দলকে মাত্র ৭২ রানে অলআউট করে দিয়েছিলেন মাশরাফি মর্তুজা-সাকিব আল হাসানরা। এরপর ব্যাট হাতে তুলে নিয়েছিল ৯ উইকেটের বিশাল জয়। আনামুল হক বিজয় খেলেছিলেন ৩৩ বলে তিন ছক্কা ও চারটি চারের শটে ৪৪ রানের হার না মানা ইনিংস।টি-২০ ফরম্যাটে ওই আফগানিস্তান বদলে গেছে। প্রথম ওই ম্যাচের পর তিনটি সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। কোনটিকে জিততে পারেনি বাংলাদেশ। ২০১৮ সালে নিরপেক্ষ ভেন্যু ভারতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান।

ভারত অবশ্য তখন আফগানদের ‘হোম ভেন্যু’ ছিল। ওই সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ৪৫ রানে, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ও শেষ ম্যাচে জিতেছিল ১ রানে।২০১৯ সালে দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে আফগানিস্তান ২৫ রানে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে সিরিজ বাঁচিয়েছিল স্বাগতিকরা। এরপর ২০২২ সালে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজও ১-১ ব্যবধানে সমতা হয়েছিল। ওই বছর শারজায় এশিয়া কাপের ম্যাচে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।এবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে জিতেছে। শেষ ম্যাচ জিততে পারলে সিরিজ নিশ্চিত হবে সাকিব আল হাসানের দলের। ওই সুযোগের ম্যাচে অবশ্য বৃষ্টির জোর সম্ভাবনা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
%d bloggers like this:
%d bloggers like this: