বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

ফিল্মফেয়ারের পুরস্কার দিয়ে বনিয়েছেন বাথরুমের দরজার হ্যান্ডেল!

প্রতিনিধির / ২০৬ বার
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩
ফিল্মফেয়ারের পুরস্কার দিয়ে বনিয়েছেন বাথরুমের দরজার হ্যান্ডেল!
ফিল্মফেয়ারের পুরস্কার দিয়ে বনিয়েছেন বাথরুমের দরজার হ্যান্ডেল!

ভারতীয় সিনেমার অন্যতম জীবন্ত কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দীন শাহ। গত কয়েক দশক ধরে দক্ষ অভিনয় ও উন্নতমানের সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শককে। তবে বর্ষীয়ান এই অভিনেতার কাছে অ্যাওয়ার্ডের কোনওদিনই গুরুত্ব ছিলনা। এমনকী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে তিনি ব্যবহার করেছেন তার ফার্ম হাউজের বাথরুমের দরজার হ্যান্ডেল হিসাবে। সম্প্রতি নাসিরুদ্দীন শাহ এমন ঠোঁটকাঁটা মন্তব্য করে বলিউের অন্দরের নোংরা রাজনীতির দিকে আঙুল তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে নাসিরুদ্দীন শাহর কাছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেছেন, তার কাছে পুরস্কারের কোনও মূল্য নেই, ‘ওগুলো লবির ফসল’ বললেন প্রবীন অভিনেতা।এমনকী তিনি নাকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিয়ে বাথরুমের দরজার হ্যান্ডেল বানিয়েছেন, এমনটিই স্বীকার করেছেন অভিনেতা।জানা যায়, সোজাসাপ্টা ভাবেই নাসিরুদ্দীন বলেন, ‘যেকোনো অভিনেতা যিনি একটা চরিত্র ফুটিয়ে তুলতে জান-প্রাণ ঢেলে দিয়েছেন, তিনি ভালো অভিনেতা। যদি সবার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়, আর বলা হয় সবার মধ্যে ইনি সেরা, তাহলে সেটা কি ঠিক? আমার মনে হয় না। আমি ওই অ্যাওয়ার্ডগুলো নিয়ে গর্বিত নই। আমি তো শেষ দুটো পুরস্কার গ্রহণ করতেও যাইনি। তাই যখন আমি খামারবাড়ি বানানোর সিদ্ধান্ত নিই, তখন সেই অ্যাওয়ার্ডগুলো ওখানে রাখার ব্যবস্থা করি। যারাই ওয়াশরুমে যাবে তারা দুটো অ্যাওয়ার্ড হাতে পাবে, কারণ বাথরুমের দরজার হ্যান্ডেল ফিল্মফেয়ার পুরস্কার দুটি।’

নাসিরের কথায়, ‘আমার কাছে ওই সব ট্রফির কোনো মূল্য নেই। আমার বিশ্বাস ওই অ্যাওয়ার্ড লবির ফসল। কেউ তার কাজের জন্যই পুরস্কৃত হয় তেমনটা নয়। একটা সময় যখন পুরস্কার ত্যাগ করা শুরু করলাম, তারপর এলো পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মান। সেই মুহূর্তে আমার মনে পড়েছিল আমার প্রয়াত বাবার কথা। তিনি বলতেন আমি এইসব বেফালতু কাজ করলে নিজেকে গাধা প্রমাণ করে ছাড়ব। রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজেকে প্রশ্ন করেছিলাম, বাবা কি আজ এইগুলো দেখছে কোথাও থেকে? সেদিন মনে হয়েছিল উনি নিশ্চয় গর্বিত। ওই পুরস্কার পেয়ে আমি সম্মানিতবোধ করেছিলাম। তবে ওই ফিল্মি অ্যাওয়ার্ডে আমার আস্থা নেই।’

সাম্প্রতিককালে একাধিক বিস্ফোরক মন্তব্যের জেরে লাইমলাইটে রয়েছেন এই অভিনেতা। কখনো তিনি হিটলার প্রসঙ্গে টেনে বলেছিলেন সেই সময় ইহুদিদের টার্গেট করা হতো আর এখন মুসলিমদের করা হচ্ছে-‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে এই মন্তব্য করেছেন নাসিরুদ্দিন। শুধু তাই নয়, মুসলিমদের ঘৃণা করা এখন লেটেস্ট ফ্যাশন এমন কথা বলতেও পিছপা হয়নি। শেষবার তাকে ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে মুঘল সম্রাট আকবরের চরিত্রে দেখা গিয়েছে।এখনও পর্যন্ত নিজের ফিল্মি কেরিয়ারে ৩টি জাতীয় পুরস্কার জিতেছেন নাসিরুদ্দিন শাহ। ‘পার’, ‘স্পর্শ’, ‘ইকবাল’ ছবির জন্য এই সম্মান এসেছে তার ঝুলিতে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার। ‘আক্রোশ’, ‘মাসুম’, ‘চক্র’র মতো ক্লাসিক ছবির জন্য এই পুরস্কারে সম্মানিত হন নাসিরুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
%d bloggers like this:
%d bloggers like this: