বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

‘মহানগর’-এর শেষ পর্ব আসছে

প্রতিনিধির / ২১৭ বার
আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
‘মহানগর’-এর শেষ পর্ব আসছে
‘মহানগর’-এর শেষ পর্ব আসছে

গত বছর জুনে মুক্তি পায় আলোচিত ওয়েবসিরিজ ‘মহানগর’। আশফাক নিপুনের নির্মিত সিরিজটি নিয়ে বেশ আলোচনা হয় সে সময়। দর্শকের মনে প্রশ্ন ছিল: আদৌ কি আসতে পারে ‘মহানগর’-এর দ্বিতীয় পর্ব?

অবশেষে সব ধোঁয়াশার সমাপ্তি হলো। ‘কারাগার টু’-এর পর ঘোষণা এসেছে ‘মহানগর টু’র-ও। ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও নির্মাতা আশফাক নিপুন বিষয়টি নিশ্চিত করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুন একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা, ‘মহানগর অন্তিম পর্ব। বানাবেন আশফাক নিপুন’। এরপর থেকে দর্শকমনে প্রশ্ন কবে আসবে ‘মহানগর’?

জানা যায়, গল্প লেখা বা শুটিং কিছুই শুরু হয়নি এখনো তাই নির্মাতা নিজেও জানেন না কবে নাগাদ আসতে পারে ‘মহানগর’। হয়তো বেশ খানিকটা অপেক্ষা করতে হবে দর্শকের।

সিরিজের প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, খায়রুল বাসার, মোস্তাফিজুর নুর ইমরান, নিশাত প্রিয়মসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ